কেনো এরকম কিছু হলো না
কেনো এরকম কিছু হলো না
কেও কাউকেই ছুঁতে পেলো না
সব রাস্তার মাঝে দাড়িয়ে
পথ হারিয়ে
ঘর ছাড়া এরকম কেনো হলো না
ভীতু খরগোশ মুখ তোলে না
প্রিয় আঙ্গুল আর উল বুনে না
থেমে গেছে সব।
উত্তর মিলছে কোথায়
কি লেখা শালিকের ডানায়
কার কোলে রাখবো মাথা
ফিরবো কোথায় তা জানি না (x2)
কেনো এরকম ধুলো জমে না
এই কষ্ট গুলো কমে না
চোখ তাকালেই যদি দেখতাম
ঢেকে গেছে সব।
বহুতল স্বপ্নের মতো
কে কোন তলায় কে তা জানে
আমার দখলে শুধু
এক শূন্যস্থান এখানে (x2)
কেনো এরকম কিছু হলো না
কেউ কাউকেই ছুঁতে পেলো না
সব রাস্তার মাঝে দাড়িয়ে
পথ হারিয়ে
ঘর ছাড়া এরকম কেনো হলো না
ভীতু খরগোশ মুখ তোলে নেয়
প্রিয় আঙ্গুল আর উল বনে না
থেমে গেছে সব।