JANE EI MON JANE LYRICS (জানে এই মন জানে) – Imran
জানে এই মন জানে
তুমি যে আমার
তোমারি স্বপনে আমার
রোজ পরা-পাড় (x২)
ভালোবাসার খামে
চিঠি লিখে তোমার নামে
পাঠিয়ে দিলাম আমি
পড়ো নাও এবার
জানে এই মন জানে
তুমি যে আমার
তোমারি স্বপনে আমার
রোজ পরা-পাড়…
ইচ্ছেগুলো আমার তোমাকে খুঁজে ফিরে
চাই শুধু তোমাকে হাজারও মুখের ভিড়ে
তুমি তো আমার জানুক এক গ্রহ-তারা
থামবে না কখনো প্রেমের এই স্রোতধারা…
বলোনা তোমার কাছে
কি এমন জাদু আছে
ছুঁয়ে আসি এই আমি
কেনো বারবার
জানে এই মন জানে
তুমি যে আমার
তোমারি স্বপনে আমার
রোজ পরা-পাড়…
সুখের আলো আমি দেখেছি তোমার মাঝে
তোমাকে যাই ভেবে সকাল-দুপুর সাঁঝে
জীবন তোমাকে আপণ করে পেলে
হারাবো দুজনে আবেগি দানা মেলে
বলোনা তোমার কাছে
কি এমন জাদু আছে
ছুঁয়ে আসি এই আমি
কেনো বারবার
জানে এই মন জানে
তুমি যে আমার
তোমারি স্বপনে আমার
রোজ পরা-পাড়