ভালো কইরা বাজাও গো দোতারা সুন্দরী কমলা নাচে
ভালো ভালো কইরা বাজাও গো দোতারা
সুন্দরী কমলা নাচে
ভালা কইরা বাজাও গো দোতারা
সুন্দরী কমলা নাচে
সুন্দরী কমলা পরনে শাড়ি
ঝোল-মোল, ঝোল-মোল করে রে
ভালা কইরা বাজাও গো দোতারা
সুন্দরী কমলা নাচে
ও তুই ভালো কইরা বাজাও গো দোতারা
সুন্দরী কমলা নাচে
নয়ন মোর তরাস যায় রে
আজা বালাম পরদেশী
নয়ন মোর তরাস যায় রে
আজা বালাম পরদেশী
পানসা জলে শৈ বাসায়
সাগরের বাঁকে
আমি জীবনের ভেলা ভাসাইলাম
কেউ না তা জানে রে
অকূল দরিয়ায় বুঝি কুল নাই রে
আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে
অকূল দরিয়ায় বুঝি কুল নাই রে
সাজন মোর ঘর আয়ে
সাজন মোর ঘর আয়ে
আট মন সুখ পায়ে
আট মন সুখ পায়ে
সাজন মোর ঘর আয়ে
সাজন মোর ঘর আয়ে
ভাঙে মোর ঘরের চাবি
নিয়ে যাবি কে আমারে
ভাঙে মোর ঘরের চাবি
নিয়ে যাবি কে আমারে
ও বন্ধু আমার
না পেয়ে তোর দেখা একা একা
দিন যে আমার কাটে না রে
ভাঙে মোর ঘরের চাবি
নিয়ে যাবি কে আমারে
জয় রাধার নামে পাগল হইয়া
থাকব মগনা
না না ছাড়ি দিব না
তোমায় হৃদয়-মাঝারে রাখব
ছাড়ি দিব না
তোমায় হৃদয়-মাঝে রাখিব
ছাড়ি দিব না