Valobeshe Mon Ki Pelo Lyrics (ভালোবেসে মন কি পেলো) – IMRAN
ভালোবেসেছি ভালোবেসেছি তোমায় যত
আজ মনে ঠিক ততই খট
ছিল যে হৃদয় পরিপাটি
আজ সে হৃদয় পরা মাটি
কি হবার ছিল কি হয়ে গেলো
ভালোবেসে মন কি পেলো
কি হবার ছিল কি হয়ে গেলো
ভালোবেসে মন কি পেলো
ভালোবেসেছিলাম আমি
একটা ভালো থাকবো বলে
আজ দেখি ভালোবেসে
ভালো থাকা গিয়েছি ভুলে
ওও… আা…
ভালোবেসেছিলাম আমি
একটা ভালো থাকবো বলে
হঠাৎ করে জীবন আমার
হয়ে গেলো এলোমেলো
কি হবার ছিল কি হয়ে গেলো
ভালোবেসে মন কি পেলো (২ বার)
ভেবেছিলাম ভালোবেসে কিনবো আমি
এক মুঠো সুখ
আজ দেখি ভালোবেসে
অচেনা দুখ… আা…
ভেবেছিলাম ভালোবেসে কিনবো আমি
এক মুঠো সুখ
হঠাৎ করে জীবন আমার
হয়ে গেলো এলোমেলো
কি হবার ছিল কি হয়ে গেলো
ভালোবেসে মন কি পেলো (২ বার)
ভালোবেসেছি তোমায় যত
আজ মনে ঠিক ততই খট
আা… ওও…