তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী লিরিক্স
তোমারে দেখিবার মনে চায়
দেখা দাও আমায়,
তোমারে দেখিবার মনে চায়,,
দেখা দাও আমায়
তোমারে দেখিবার মনে চায়
আরে,দেখা দিয়া শান্ত করো
নইলে আমার প্রান যায়
দেখা দিয়া শান্ত করো
নইলে আমার প্রান যায়
তোমারে দেখিবার মনে চায়
দেখা দাও আমায়
তোমারে দেখিবার মনে চায়
বহু রুপ মহিমা তোমার তুমি রুপের মুরোতি
দেখতে শোভা মনো লোভা, তাই তো করি আরোতি
বহু রুপ মহিমা তোমার তুমি রুপের মুরোতি
দেখতে শোভা মনো লোভা, তাই তো করি আরোতি
রাখো হে আমার প্রনতি দয়াল বন্ধু শ্যামরায়
রাখো হে আমার প্রনতি, দয়াল বন্ধু শ্যামরায়
তোমারে দেখিবার মনে চায়
দেখা দাও আমায়
তোমারে দেখিবার মনে চায়,,
সামনে দারাও একবার, দেখি নয়ন ভরিয়া
ভালোবাসি তবে কেন, যাওনা শান্ত করিয়া
সামনে দারাও একবার, দেখি নয়ন ভরিয়া
ভালোবাসি তবে কেন, যাওনা শান্ত করিয়া
তোমারে দেখিয়া একবার, জল ঢেলে দেই বেদনায়
তোমারে দেখিয়া একবার, জল ঢেলে দেই বেদনায়
তোমারে দেখিবার মনে চায়
দেখা দাও আমায়,
তোমারে দেখিবার মনে চায়,,
বুকে আছে মুখে বন্ধু, আসে নাহি সর্বক্ষন
তোমারে দেখিতে আমার, করি যে রুপ আঁকিন-জন
বুকে আছে মুখে বন্ধু, আসে নাহি সর্বক্ষন
তোমারে দেখিতে আমার করি যে রুপ আঁকিন-জন
তুমি জানো আমার বেদন, কি রুপ চায় কল্পনায়
আরে,তুমি জানো আমার বেদন
কি রুপ চায় কল্পনায়
তোমারে দেখিবার মনে চায়
দেখা দাও আমায়
তোমারে দেখিবার মনে চায়,,
খেলবো পাশা ফুরাও আশা কাছে আসো প্রাননাথ
মনের আশা পুর্ন কর হাত কে মিলায়ে হাত
খেলবো পাশা ফুরাও আশা কাছে আসো প্রাননাথ
মনের আশা পুর্ন কর হাত কে মিলায়ে হাত
দয়াল হয়ে দিসনা আঘাত বলছে আমির পাগলায়
দয়াল হয়ে দিসনা আঘাত বলছে আমির পাগলায়
তোমারে দেখিবার মনে চায়
দেখা দাও আমায়
তোমারে দেখিবার মনে চায়
দেখা দাও আমার
তোমারে দেখিবার মনে চায়
দেখা দাও আমায়
তোমারে দেখিবার মনে চায়