আমার ভাঙ্গা ঘরে ভাঙ্গা চালা লিরিক্স

এই সুন্দর গানটি, “আমার ভাঙা ঘরে”, চলচ্চিত্র শ্রাবণ মেঘের দিন থেকে নেওয়া হয়েছে। মাকসুদ জামিল মিন্টুর সুরে গানটি হৃদয় ছুঁয়ে যায়। মেহের আফরোজ শাওন এবং সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গানটির আবেগ আরও গভীর হয়েছে। কিংবদন্তি হুমায়ূন আহমেদের লেখা গীতিকবিতা এবং তাঁর পরিচালনায় গানটি বিশেষ মাত্রা পেয়েছে। মাহফুজুর রহমান খানের সিনেমাটোগ্রাফি গানটির আবেগ ও সৌন্দর্যকে চিত্রে ফুটিয়ে তুলেছে, যা বাংলাদেশী চলচ্চিত্রের একটি অবিস্মরণীয় সৃষ্টি।

গানের নাম: আমার ভাঙা ঘরে
চলচ্চিত্র: শ্রাবণ মেঘের দিন
গায়ক/গায়িকা: মেহের আফরোজ শাওন এবং সাবিনা ইয়াসমিন
সুরকার: মাকসুদ জামিল মিন্টু
গীতিকার ও পরিচালক: হুমায়ূন আহমেদ
সিনেমাটোগ্রাফি: মাহফুজুর রহমান খান

Amar Vanga Ghore Lyrics by Humayan Ahmed :

আমার ভাঙ্গা ঘরের ভাঙ্গা চালা
ভাঙ্গা বেড়ার ফাঁকে,
অবাক জোছনা ঢুইকা পড়ে
হাত বাড়াইয়া ডাকে।
হাত ইশারায় ডাকে কিন্তু
মুখে বলে না,
আমার কাছে আইলে বন্ধু
আমারে পাইবা না।
আমার ভাঙ্গা ঘরের ভাঙ্গা চালা
ভাঙ্গা বেড়ার ফাঁকে,
অবাক জোছনা ঢুইকা পড়ে
হাত বাড়াইয়া ডাকে।

তুমি আমায় ডাকলা না গো
তুমি রইলা দূরে,
তোমার হইয়া অবাক জোছনা
ডাকলো অচিন সুরে।

তুমি আমায় ডাকলা না গো
তুমি রইলা দূরে,
তোমার হইয়া অবাক জোছনা
ডাকলো অচিন সুরে।
হাত ইশারায় ডাকে কিন্তু
মুখে বলে না,
আমার কাছে আইলে বন্ধু
আমারে পাইবা না।
আমার ভাঙ্গা ঘরের ভাঙ্গা চালা
ভাঙ্গা বেড়ার ফাঁকে,
অবাক জোছনা ঢুইকা পড়ে
হাত বাড়াইয়া ডাকে।

ঘর খুলিয়া বাহির হইয়া
জোছনা ধরতে যাই,
হাত ভর্তি চান্দের আলো
ধরতে গেলে নাই।

ঘর খুলিয়া বাহির হইয়া
জোছনা ধরতে যাই,
হাত ভর্তি চান্দের আলো
ধরতে গেলে নাই।
হাত ইশারায় ডাকে জোছনা
মুখে বলে না,
আমার কাছে আইলে বন্ধু
আমারে পাইবা না।

আমার ভাঙ্গা ঘরের ভাঙ্গা চালা
ভাঙ্গা বেড়ার ফাঁকে,
অবাক জোছনা ঢুইকা পড়ে
হাত বাড়াইয়া ডাকে,
আমায় হাত বাড়াইয়া ডাকে।

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *