বলোনা এ কেমন জীবন – Asif Akbar
কেনো ভালোবেসে ভেঙে দিলে মন?
বলোনা এ কেমন জীবন?
সবাই বলে সুখে আছি
সুখের দেখা মন পেলো না (x২)
সরথের বিনিময়ে ভুলে গেলে আমাকে
এই বুকে কি জ্বালা কেউ বুঝে না
কেনো ভালোবেসে ভেঙে দিলে মন?
বলোনা এ কেমন জীবন? (x২)
ভালোবাসায় এতো জ্বালা বুঝিনি আগে
মন দিয়ে কিছু যায় না পাওয়া
ভাগ্য লাগে.. (x২)
সরথের বিনিময়ে ভুলে গেলে আমাকে
এই বুকে কি জ্বালা কেউ বুঝে না
কেনো ভালোবেসে ভেঙে দিলে মন?
বলোনা এ কেমন জীবন? (x২)
দিনে দিনে,
অভিমানে হলো দুঃখেরও নদী
তুমি হীনা হৃদয় কতটা অসহায়
জান্তে যদি (x২)
সরথের বিনিময়ে ভুলে গেলে আমাকে
এই বুকে কি জ্বালা কেউ বুঝে না
কেনো ভালোবেসে ভেঙে দিলে মন?
বলোনা এ কেমন জীবন? (x২)
সবাই বলে সুখে আছি
সুখের দেখা মন পেলো না (x২)
সরথের বিনিময়ে ভুলে গেলে আমাকে
এই বুকে কি জ্বালা কেউ বুঝে না
কেনো ভালোবেসে ভেঙে দিলে মন?
বলোনা এ কেমন জীবন? (x২)