হঠাৎ পাওয়া তুমি – ROKON
হঠাৎ পাওয়া তুমি
আমার ঘুমের গান-ছুঁই
যাও কোথা যাও শুনি (x২)
তুমি সন্ধ্যার তারার সাথী
পায়ে সে-কল সুতো বাঁধি..
কেনো যাও, ছুঁটে যাও..
আদুর তোমার আকাশ, এতো কাছে
তবু কেনো মিছে মিছে
গাইছো এমন গান
যেখানে কান্না মিশে আছে
একটা বিকেল ধরে
নীল সাগরের ওই পারে
যেখানে আকাশ নামে আসে (x২)
তখন মনের দোর খুলে
তোমার এলো ছুঁলে, ভুলে
মন পড়তে পারো নাকি
পদ্ম ফোটা ভুলে (x৩)
পদ্ম ফোটা ফুলে