শুনেছি মন কে বোঝানো – Anupam Roy & Anwesha
শুনেছি মন কে বোঝানো
শক্ত খুব
হাওয়া-রা কখন কোনদিকে বয়
তোমার সাথে তাই দিচ্ছি ডুব
যদি একটা দুটো মিরাকেল হয় (x২)
ক্ষতি নেই.. ক্ষতি নেই
চলো যাই এমন ভাবে (x২)
ওই শহর-তলি গ্রাম পেরিয়ে
গাছ-গাছালি
ওই আবছা চোখে পড়ছে আলো
খুব সোনালি, ও হো
কি হবে কি না হবে, ও হো
মন পাবে কি না পাবে, ও হো
দূরে ফেলে ইস্টেশন-এ, ও হো
দেখা হলে.. দেখা যাবে
আধ-পাগল,
করেছে মন দুল বদল
আজ কিসের কারণে..
আটকাবে,
এই খেলা-ধুলো থামাবে
সাধ্য কারো নেই (x২)
ও হো..
কি হবে কি না হবে, ও হো
মন পাবে কি না পাবে, ও হো
দূরে ফেলে ইস্টেশন-এ, ও হো
দেখা হলে.. দেখা যাবে
বন্ধুরা আজ
এই ভালোবাসা মুখ ছোড়া
কথার বাগানে.. এই হে
চোখ বুজে
এই আশা যাওয়া চুপটি থাক
যেনো কেউ না জানে (x২)
ও হো..
কি হবে কি না হবে, ও হো
মন পাবে কি না পাবে, ও হো
দূরে ফেলে ইস্টেশন-এ, ও হো
দেখা হলে দেখা যাবে, ও হো (x২)