তোমায় আমি মন্দো বাঁশি – Rupankar Bagchi
তোমায় আমি মন্দো বাঁশি
তাই তো তোমার গল্পে আসি
আমি তোমার খারাপ থাকার কারণ
তোমায় আমি বন্ধু বলি
তাই তো নিজের পায়েই দোলি
বিন্দু মাত্র প্রেমেকি উচ্চারণ
তাই নিজেকে বুঝলাম
তুমি এমন পন্থশালা
ফিরে আসতে আমায় করেছো বারণ ই..
তোমায় আমি মন্দো বাঁশি
তাই তো তোমার গল্পে আসি
আমি তোমার খারাপ থাকার কারণ
যদি আকাশ-পানে চাই
তোমার কথা ধুলো হয়ে ওড়ে
যদি মাটিতে তাকাই
তোমার ছায়া সূর্যের সাথে সরে
ভেবে নেওয়া ভুল জেনেছি তা-ও
ভেবেই নিলাম তুমি আজকেও এখনো
পথেই পড়ে
তোমায় আমি মন্দো বাঁশি
তাই তো তোমার গল্পে আসি
আমি তোমার খারাপ থাকার কারণ
বলো চাইছি বেশি কি?
আমি তোমার কাজলের কালো ছাড়া
আমি চিনতে শিখেছি
ওই না বলা মনের ওঝর ধারা
ভেবে নেওয়া ভুল জেনেছি তা-ও
ভেবেই নিলাম শুরুর ঘর থেকেই
আমি ঘর ছাড়া
তোমায় আমি মন্দো বাঁশি
তাই তো তোমার গল্পে আসি
আমি তোমার খারাপ থাকার কারণ
তাই নিজেকে বুঝলাম
তুমি এমন পন্থশালা
ফিরে আসতে আমায় করেছো বারণ ই..
তোমায় আমি মন্দো বাঁশি
তাই তো তোমার গল্পে আসি
আমি তোমার খারাপ থাকার কারণ