আমার জ্ঞানে প্রথম যখন – Kumar Sanu
আমার জ্ঞানে প্রথম যখন
লাগল ভালো গান..
সে গান ছিল যার নাম তার
কিশোর কুমার.. (x২)
ছেলে বেলায় খেলা-ধুলার সাথে
গেয়ে যেতাম যে গান আমি
দিনে রাতে হো.. (x২)
গানের কথা ভালো করে
বলতে না পারলেও
গুন গুন গুন করে যেতাম
সুর টি আমি তার..
কিশোর কুমার..
আমার জ্ঞানে প্রথম যখন
লাগল ভালো গান..
সে গান ছিল যার নাম তার
কিশোর কুমার..
বড় হয়ে তারি গাওয়া গানে
সুর খুঁজে পাই আমি আমার
এই প্রাণে হো.. (x২)
দেবতা সে করি প্রণাম
তার দুটি পা ছুঁয়ে..
প্রেরণা পাই সবাই এসে
তাই এ গান শোনাবার..
কিশোর কুমার..
আমার জ্ঞানে প্রথম যখন
লাগল ভালো গান..
সে গান ছিল যার নাম তার
কিশোর কুমার …