কালো মন কালো মন – Anindita & Rishi
কালো মন.. কালো মন..
মম অঁখির কালো
মম হৃদয় আলো
কেনো কাঁদে বলো রাধে
কেনো দুঃখ পায়
প্রেমে মাখন ভুলেছি
আমি বাঁশি তুলেছি
শোনো রাধে
বাঁশি কাঁদে তোমারি মায়ায়
আজ হায় বৃন্দাবনে
ঘর বসন্ত মনে
কলি কাল-ই ও কালো মিশে একাকার..
কালো মন.. এই মন.. এই..
বাঁশি কাঁদে রাধে রাধে
কালো মনে (x২)
গহনে মগনে স্বপনে সরণে
গোবিন্দ গোবিন্দ রূপ
অঁখিরও পলকে খনি-কে পলকে
কৃষ্ণ কৃষ্ণ কলরব
তোমারো খেয়া আমার খেয়ালে
ভাসে তোমারি জলে
মম হৃদয় তোমারো চরণে
রেখেছি যতনে
কালো মন.. এই মন.. এই..
বাঁশি কাঁদে রাধে রাধে
কালো মনে
করো মন নিয়ে খেলা
ভাসিয়ে প্রেম-ও বেলা
হরি হরি জ্বলে মরি
বাঁশির আগুনে..
বলো এই-কোন মায়া
শূন্য শুধু পাওয়া
বিরহে বিহনে এই কোন আলেয়া
কালো মন.. এই মন.. এই..
বাঁশি কাঁদে রাধে রাধে
কালো মনে.. (x২)