আমি কোথা যে যাই
কেনো যে আজ ঘিরে অন্ধকার
না জানিয়ে বলো
ভাঙা ভাষা ছেড়া আশা
জাগালো রাত কেনো
আমি কোথা যাই
কেনো পথা হারাই
দু-হাত বাড়াই.. শুধু
বলো আমায় পাবো খুঁজে
হারানো সব আমি
আসার আলোয় লেখা হবে
নতুন সব জানি …
তোর হাসির কোলে
যে মেঘ জমেছে
এই মেঘলা আকাশ, ওই ঝড়ো বাতাস
নীরবে কাঁদে.. (x২)
আজ ফিরে পেতে চাই..
সে পুরোনো সময়..
সব ফিরে পেতে চাই..
সে হারানো সময়..
সব কিছুর মাঝে
তুই থাকেও যে নেই
কে বলবে তোকে, এক হাল্কা ডাকে
অভিমানে ফাঁকে (x২)
আজ ফিরে পেতে চাই..
সে পুরোনো সময়..
সব ফিরে পেতে চাই..
সে হারানো সময়..
কেনো যে আজ ঘিরে আঁধার
না জানিয়ে বলো
ভাঙা ভাষা ছেড়া আশা
জাগালো রাত কেনো
আমি কোথা যাই..
কেনো পথা হারাই..
দু-হাত বাড়াই.. শুধু