বলে দে না আছে কি উপায় – Timir Biswas
এসেছি ওড়াতে ভেসেছি ওড়াতে
তোর হাতে আমি আমাকে
বলে দে না আছে কি উপায়
এভাবে ভাসাবো এভাবে মেশাবো
তোর সাথে আমি আমাকে
কেউ আগে বলেনি আমায়
হো ভালোবাসায় এমন হয়
জানা ছিল না
ভালোবাসায় কে যে কোথায়
জানা হলো না
এসেছি ওড়াতে ভেসেছি ওড়াতে
তোর হাতে আমি আমাকে
বলে দে না আছে কি উপায়
হয়তো কাছে তোর কুঁড়িয়ে পেতাম
না দেখা কোনো ভোর
হারানো বোটাম (x২)
কিছু কেনো হতে দিলি না
এসেছি উড়াতে ভেসেছি উড়াতে
তোর হাতে আমি আমাকে
বলে দে না আছে কি উপায়
এভাবে ভাসাবো এভাবে মেশাবো
তোর সাথে আমি আমাকে
কেউ আগে বলেনি আমায়
হো ভালোবাসায় এমন হয়
জানা ছিল না
ভালোবাসায় কে যে কোথায়
জানা হলো না
এসেছি উড়াতে ভেসেছি উড়াতে
তোর হাতে আমি আমাকে
বলে দে না আছে কি উপায়