হারালো অজানায় – Naheed Mehedi
নীরবে কত স্বপ্ন ঝরে যায়
কত না চিঠি ঠিকানা ভুলে যায়
ধুলো মেথো পথ
থমকে থাকা স্রোত
ভুলে যাওয়া সুখ কথা ও হারায়
তেমনিই করে কি ভুলে গেছো
ফেলে গেছো আমায়
তেমনিই করে কি ভালোবাসার
পথ হারালো অজানায়.. উউ..
ফেরারি পাখি নীরের পায় না খোঁজ
জমানো স্মৃতি হয়ে যায় নিখোঁজ
ছিঁড়ে যাওয়া পাল বন্ধ পরাপার
আকাশের নীলে নামে অন্ধকার
তেমনিই করে কি ভুলে গেছো
ফেলে গেছো আমায়
তেমনিই করে কি ভালোবাসার
পথ হারালো অজানায়.. উউ..