প্রেমে পাগল হয়ে গেলাম – Prasen
তোমাকে চিনে আমি ফেলেছি ঠিক
মাল পাগল তুমি নয় প্রেমিক
আমিও সেই দেখে গলে গেলাম
তোমাকে ছায়া দিতে রাজি হলাম (x2)
হুম… প্রেমে পড়ার একটাই শাস্তি যে
দিন ছুঁয়ে শুয়ে পড়ি রাতিরে
বলছি করে তিন শপথ রে…
প্রেমে পাগল হয়ে গেলাম
প্রেমে পাগল হয়ে গেলাম (x3)
ও মামা-মিয়া জেগেছে হিয়া
এসো না প্রিয়া
ডুবে ডুবে জল খাই
ওহ বেবি, মধু নয় তো সাধু
আমিও হতে পারি তোমার কানাই
যদি বুড়ি থেকে চুরি হয়ে যাও
তুমি কচি পাঁঠা বলি হয়ে যাও
যদি বুড়ি থেকে চুরি হয়ে যাও
তুমি কচি পাঁঠা বলি হয়ে যাও
প্রেমে পাগল হয়ে গেলাম
প্রেমে পাগল হয়ে গেলাম (x3)
তোমাকে চলো আজ বলে দেই
কতো বাসি না ভালোবেসেছি (x2)
তোমার হিরো হিরো স্টাইলে তে
টোটাল ফিদা আমি হয়ে গেছি
হুম… আমি তোমার ডুপারম্যান
আমি তোমার সুপারম্যান
হারিয়ে বসে আছি কাঁদো-গায়ে…
প্রেমে পাগল হয়ে গেলাম
প্রেমে পাগল হয়ে গেলাম (x4)