সোনা আজ শেষ করো দিন গোনা – Nakash Aziz & Antara Mitra
সোনা আজ শেষ করো দিন গোনা
বুঝেও কেনো বুঝছো না
আমি হেভি রোমান্টিক
আর অল্প ডিমান্ডিং
রানি তুমি আর সেজো না ফানি
আমি টানবো তোমার ঘানি
যদি সাচ্চা লাভার হও
আর একটু কেয়ারিং..
কাল গেলো, কুল গেলো
জাত গেলো, মান গেলো
জান গেলো, প্রাণ গেলো রে
চাওনিতে চাওনিতে
দু-চোখের ব্রাউনিতে
মন আঁচান গেলো রে (x২)
সোনা আজ শেষ করো দিন গোনা
বুঝেও কেনো বুঝছো না
আমি হেভি রোমান্টিক.. হা
তোমার মনের কোণে
যদি বাজে সাইরেন
প্রেম প্রেম খেলো নিতে চাই
চড়বো সাইকেলে কিংবা টয় ট্রেনে
এনে দেবো যা বলবে তাই (x২)
হানি রাখো ব্যালেন্সে মানি
তবে থাকবো আমি জানি
তুমি হও যতই হ্যান্ডসাম
আর হও না ডেয়ারিং (x২)
কাল গেলো, কুল গেলো
জাত গেলো, মান গেলো
জান গেলো, প্রাণ গেলো রে
চাওনিতে চাওনিতে
দু-চোখের ব্রাউনিতে
মন আঁচান গেলো রে
সোনা আজ শেষ করো দিন গোনা
বুঝেও কেনো বুঝছো না
আমি হেভি রোমান্টিক
আর অল্প ডিমান্ডিং
হো.. দু-চোখে ক্রেজি ক্রেজি
নজরে রে হিজি-বিজি
চালেও চলনে লাগে ভয়
কনফিডেন্স পেলে পারমানেন্ট হলে
তবেই তো থেকে যাওয়া যায় (x২)
সোনা আজ শেষ করো দিন গোনা
বুঝেও কেনো বুঝছো না
আমি হেভি রোমান্টিক
আর অল্প ডিমান্ডিং (x২)