একটু একটু করে আসবো তোমার ঘরে – Prithibi Band
একটু একটু করে আসবো তোমার ঘরে
একটু একটু জোরে ঠাট্টা বাদ্দা মারে
একটু একটু ধরে এই বুঝি গেলো পরে
একটু একটু পরে বিছানা পুড়ছে জোরে
ওওও একটু একটু করে বাঁচবো কি শরতে
একটু একটু পরে যাবো ঢুকে গর্তে
একটু একটু করে পেরাতক দিন যায়
তবু লড়বো আমি বেশ্যার বিছানায়
নানা না না না না না…
তোকে আমি ছবো না
নানা না না না না না…
তোকে আমি ছবো না
একটু একটু করে এইভাবে বেঁচে থাকা
একটু একটু করে পকেট খরচা ফাঁকা
একটু একটু করে মশনাদ বে-রঙীন
একটু একটু করে আমাকে বন্দী
একটু একটু করে বাঁচবো কি শরতে
একটু একটু পরে যাবো ঢুকে গর্তে
একটু একটু করে পেরাতক দিন যায়
তবু লড়বো আমি বেশ্যার বিছানায়
নানা না না না না না…
তোকে আমি ছবো না, না না না
নানা না না না না না…
তোকে আমি ছবো না (x৪)
নানা না না না না না…
তোকে আমি ছবো না”