প্রিয় অসুখ – TAHSAN
চাঁদ টেনে রাতে নিঝুট তারায়
অদেখা এক মুখ এঁকে যায় (x২)
একা আছি তবু নিঃসংগ নই
চোখ খুলে তার সাথে কথা হয়
কতকাল ধরে যেন পরিচয়
ভাবতেই ভালোবাসি, এইতো বেশ আছি
না দেখেও কাছাকাছি
এভাবেই জীবন চলুক
সে আমার প্রিয় অসুখ
হলে হবো এক ঘরে
তার সাথে অন্তরে
অন্তর কথা বলুক
সে আমার প্রিয় অসুখ
হয়তো এই শহরে
কতদিন আর কত রাত
বুঝতে পারিনি
পাশ কেটে গিয়েছিলাম
ঘুরেছি একি রোদ, ঘর, বরষায়
বিঁঝেছি আলাদা হয়ে চেনা রাস্তায় (x২)
কবে হবে তার সাথে জানা শোনা
মনে চলে সুখ সুখ দু-টানা
আশেপাশেই খুঁজি তার অনাগুণ
ভাবতেই ভালোবাসি, এইতো বেশ আছি
না দেখেও কাছাকাছি
এভাবেই জীবন চলুক
সে আমার প্রিয় অসুখ
নাগরিক ক্লান্তিতে
শাদা মাঠ শান্তিতে
তার কাছে মন পড়ে থাকুক
সে আমার প্রিয় অসুখ
চাঁদ টেনে রাতে নিঝুট তারায়
অদেখা এক মুখ এঁকে যায় (x২)
একা আছি তবু নিঃসংগ নই
চোখ বুজে তার সাথে কথা হয়
কতকাল ধরে যেন পরিচয়
ভাবতেই ভালোবাসি… ভালোবাসি…
একা আছি তবু নিঃসংগ নই
চোখ খুলে তার সাথে কথা হয়
কতকাল ধরে যেন পরিচয়
ভাবতেই ভালোবাসি, এইতো বেশ আছি
না দেখেও কাছাকাছি
এভাবেই জীবন চলুক
সে আমার প্রিয় অসুখ
নাগরিক ক্লান্তিতে
শাদা মাঠ শান্তিতে
তার কাছে মন পড়ে থাকুক
সে আমার প্রিয় অসুখ
না দেখেও কাছাকাছি
এভাবেই জীবন চলুক
সে আমার প্রিয় অসুখ
হলে হবো এক ঘরে
তার সাথে অন্তরে
অন্তর কথা বলুক
সে আমার প্রিয় অসুখ