সংঘতি জানাই – Rupam Islam
আমি মানুষের স্বাধীনতা চাই
আছি মানুষের বিপ্লবে তাই
তাই যত দূরে হোক না লড়াই
আমি সংঘুতি জানাই
ছাত্রেরা বাক স্বাধীনতা চায়
ওরা হাতে যুক্তির রাষ্ট্রায়
সেই স্রোতে অগাধ বিশ্বাস
আমার তাই সংঘতি জানাই
তুমি লেঠেল পাঠালে প্রশাসক
তুমি বস্বত্তা চাও বিরোধীর
জেনে নাও সবাই নয় স্তবক
ওরা আগুন নতুন পংক্তির
বুঝে দূর প্রদেশের অভিমান
ওরা গেয়েছে বিদ্রোহের গান
এটা সাহসী প্রেমের পরিচয়
এটাই শুদ্ধতা বিপ্লবীর
শোনো কান পেতে বিবেক নিদান
কেউ দিচ্ছেন সাহস যোগান
তাকে স্তব্ধ করলে ফেসবুক
আমি তার মুক্তি ফিরে চাই
এটা জমায়েত স্বাধীন মনের
এটা ইশারা সেই ফ্রিজোনের
যেখানে শেষ-মেশ আমরা সবাই,
সবাই সব যুক্তি ছিঁড়ে যাই
ওহে আমার দেশের যুবো-দল
হও যুদ্ধে যুদ্ধেই সবল
চলো রাষ্ট্রের চবল খেয়ে
লড়ার পদ্ধতি বানাই
চলো নতুন প্রশ্ন তুলে দেই
অচলায়তনে আবার ঘা দেই
স্বচ্ছ মনন লড়ুক আজাদির লড়াই
আমি সংঘুতি জানাই