ঠাম্মার বয়ফ্রেন্ড – Ujjaini Mukherjee & Kinjal Chattopadhyay
হে ঠাম্মার বয়ফ্রেন্ড
সে ইজ সুপার কুল ইউ নো ?
সো লেট’স গিয়ার ইট আপ
ইট’স ইভোলিউশন মডিফিকেশন
মডার্ন ঠাম্মা কন্ট্রিবিউশন
এতো নয় কেলো তাতে কি এলো-গেলো
ওল্ড এজ বাট নট ভিন্টেজ
কি করে এ ওঘটন ঘটে ?
এক চালে সব ছুঁটে ছুঁটে চলে আসে
তাই বলি শোন একবার মন দিয়ে
ঠাম্মার হঠাৎ এক বয়ফ্রেন্ড জুটেছে
এক কেমন চাল নাজেহাল
এ তলে হাফ করে বাপ বাপ
শুধু এই একটু ঝটকাতে..
কি করে এ ওঘটন ঘটে ?
এক চালে সব ছুঁটে ছুঁটে চলে আসে
চারিদিকে ছুঁটো-ছুঁটি
মিছে কথা মুঠি-মুঠি
কবে কি বুঝে না পায়
হামাগুড়ি শুর্শুরি
ফাকা কথা ভুরি ভুরি
সবার দম যে ফুরায় (x2)
হা.. কি করে এ ওঘটন ঘটে ?
এক চালে সব ছুঁটে ছুঁটে চলে আসে
তাই বলি শোন একবার মন দিয়ে
ঠাম্মার হঠাৎ এক বয়ফ্রেন্ড জুটেছে
এজ ইজ অ্যা নাম্বার নট অ্যা ফ্যাক্টর
হে ঠাম্মার মগজে আছে ট্রাক্টর
হে বয়স বাড়লে করো উনাকে ফলো
ভয় পেও না হবে না কেলো
গেলো গেলো সব গেলো ভেবে সব চমকালো
কি বলতে কি বলে হায়
চারিদিকে এলো মেলো
যাই কর ফুল কেলো
লজায় মুখ যে লুকায় (x2)
হা.. কি করে এ ওঘটন ঘটে ?
এক চালে সব ছুঁটে ছুঁটে চলে আসে
তাই বলি শোন একবার মন দিয়ে
ঠাম্মার হঠাৎ এক বয়ফ্রেন্ড জুটেছে