হওয়ায় পা – Rupam Islam
ফিরব না, আমি ফিরব না
শুনেছি যে ডাক নিশাচরির
হুম.. ফিরব না, আমি ফিরব না
শুনেছি যে ডাক নিশাচরির
কার্নিষ বহুতল হালকা চোখের জল
তার চেয়ে হালকা শরীর।
জীবন আমার কাছে এখনো লুকিয়ে আছে
জীবন কি সময়ের দাস?
হাওয়ায় পা, আমার হাওয়ায় পা
আর বাতাসে আমার বিশ্বাস।
জীবন আমার কাছে এখনো লুকিয়ে আছে
জীবন কি সময়ের দাস?
হাওয়ায় পা আমার হওয়ায় পা
আর বাতাসে আমার।..
আর একবার, হ্যাঁ আর একবার
ঘুম আর তন্দ্রার সীমারেখায়,
দেখি নিশাচরি তুমি এসে
ডাকছো যেমন করে
মেঘ বৃষ্টি কে ডেকে যায়।
আর একবার, হ্যাঁ আর একবার
ঘুম আর তন্দ্রার সীমারেখায়,
দেখি নিশাচরি তুমি এসে
ডাকছো যেমন করে
মেঘ বৃষ্টি কে ফিরে চায়।
নিশাচরি তুমিওতো আকুল শুনিয়ো যে
শুধু তোমার প্ররোচনা,
হওয়ায় পা আমার হাওয়ায় পা
দিলাম হওয়ায় পা নির্দ্বিধায়।
জীবন আমার কাছে এখনো লুকিয়ে আছে
জীবন কি সময়ের দাস ?
হওয়ায় পা আমার হাওয়ায় পা
আর বাতাসে আমার বিশ্বাস।
জীবন আমার কাছে এখনও লুকিয়ে আছে
জীবন কি সময়ের দাস?
হওয়ায় পা আমার হাওয়ায় পা
আর বাতাসে আমার।..