ঘুম ভাঙা সকাল খুঁজছি কত কাল
ঘুম ভাঙা সকাল
খুঁজছি কত কাল
লিখছি চিঠি ওই আকাশে
খুঁজতে গিয়ে শেষ ক্লান্ত এলো কেশ
কবে তোমায় পাবো পাশে
স্কুল-বাড়ি রঙিন ছুটি প্রতি দিন
কবে তুমি আসবে ক্লাসে
খুঁজতে গিয়ে শেষ অজানা সে দেশ
কবে তোমায় পাবো পাশে
কবে সে দিন আসবে ফিরে
ছুটতে চাই ভীষণ ভিড়
কবে সে দিন আসবে ফিরে
একটা গান আমায় ঘিরে
লিখছি চিঠি ওই আকাশে
কবে তোমায় পাবো পাশে (x2)
ঘুম ভাঙা সকাল
খুঁজছি কত কাল
লিখছি চিঠি ওই আকাশে
খুঁজতে গিয়ে শেষ ক্লান্ত এলো কেশ
কবে তোমায় পাবো পাশে
ছোট্ট রাজা ঘোড়া-তে
আশবে কবে আমায় নিতে
আঁকছি খাতা রঙ তুলে-তে
মুছি পাতা এগিয়ে দিতে
আলপো জলে নৌকা ভাসে
কবে তোমায় পাবো পাশে (x2)
ছোটো বেলা শেষ
ম্যাপ খুলে বিদেশ
বৃষ্টি খোঁজা প্রতি মাসে
মায়ের বকাঝকা দিন খুঁজছি কতদিন
কবে তোমায় পাবো পাশে
স্কুল-বাড়ি রঙিন
ছুটি প্রতি দিন
কবে তুমি আসবে ক্লাসে
খুঁজতে গিয়ে শেষ অজানা সে দেশ
কবে তোমায় পাবো পাশে
কবে তোমায় পাবো পাশে (x3)