চলো দুজনে হারাই মেঘের নীলিমায় – Shahid & Joyee
চলো দুজনে হারাই
মেঘের নীলিমায় (x2)
যেখানে জোছনা আলো মিশে
এক হয়ে যায় (x2)
যেখানে জীবন জুড়ে
রঙিন সুখের ভেলা ভাসে
যেখানে নিরবতা
অন্ধকার রাতে তোমার পাশে
যেখানে তারা গুলো
জলে তোমারি আশাতে
তারার ওই আলোতে আজ
আঁকবো স্বপ্ন হৃদয়েতে
সে মনের আঙিনায়
চলো না হারাই (x2)
যেখানে জোছনা আলো মিশে
এক হয়ে যায় (x2)
রূপেরি ছায়া তে আজ
তোমার কি যে জাদু আছে
তোমারি ছোঁয়াতে আজ
স্বপ্ন গুলো সুরে সাজে
শ্রাবণের ওই আকাশ আজ
দুয়ার খুলে অপেক্ষাতে
ঝরাবো ভালোবাসা
হারাবো যে দু-নয়নে
এমন অজানায় চলো না হারাই
এমন অজানায় চলো না হারাই
যেখানে জোছনা আলো মিশে
এক হয়ে যায় (x2)
চলো দুজনে হারাই
মেঘের নীলিমায় (x2)
যেখানে জোছনা আলো মিশে
এক হয়ে যায়