এই বাংলা এই মানুষ – Habib Wahid
আমার শষ্য শ্যামল দেশ
আর খেতে খাওয়া মানুষ (x2)
বুক পাজোড়ে সাহস
দিক-ভিজয়ী ফানুশ
হচ্ছে খেয়ে ও পথ হাতে ঠিকি জানি
কন্না ধুইয়ে হাসি নিয়ে অন্তরে নেমি
দারিদ্র তুমি বোকা
তোমার হল সেশ
এই বাংলা এই মানুষ
থাকতে জানে বেশ (x2)
তুফান থাকাই, ঝড় থামাই
কাঁধে কাঁধ রেখে
মিলে মিশে স্বপ্ন বুনি
অন্ধকার কালো দেখে (x2)
এই বাংলালি জানে জাদু
হার না মানা মন্ত্র
আলোর ভোরে উজাড় করা
শক্তি-তে আমন্ত্রণ
দারিদ্র তুমি বোকা
তোমার হল সেশ
এই বাংলা এই মানুষ
থাকতে জানে বেশ (x2)