কলিজায় বাজে রে হার্ট বিট – Nakash & Nandini
ও নীলি যেই গোলাপ ফুল
মন হলো ভেরি কুল
সোনা তুই বিউটিফুল
প্রেমে নেই কোনো ভুল (২ বার)
লাইফটা এখন সুপার হিট
কলিজায় বাজে রে হার্ট বিট.. (৪ বার)
সঙ্গীত
হো.. চেংড়া পোলা শোন
ছিলে আমার মন
যখন যেমন করবো ডিমান্ড
ষোল আনা চায়
আরে নিস না রে টেনশন
জুটলে কানেকশন
ডিমান্ড করার আগেই আমি
দেব রে সাপ্লাই
আরে আরে চেংড়া পোলা শোন
ছিলে আমার মন
যখন যেমন করবো ডিমান্ড
ষোল আনা চায়
নারে নারে নিস না রে টেনশন
জুটলে কানেকশন
ডিমান্ড করার আগেই আমি
দেব রে সাপ্লাই
লাইফটা এখন সুপার হিট
কলিজায় বাজে রে হার্ট বিট.. (৪ বার)
বাংলা বাজারে প্রেমের ফিভারে
পুড়ছে কতো শখের প্রেমিক
ফর্সা কালোর নায়
আরে দিচ্ছি গ্যারান্টি
বাঁধবো রে জুটি
তোকে নিয়েই প্রেমের বিমান
করবো আমি ফ্লাই
নারে নারে বাংলা বাজারে
প্রেমের ফিভারে
পুড়ছে কতো শখের প্রেমিক
ফর্সা কালোর নায়
আরে দিচ্ছি গ্যারান্টি
বাঁধবো রে জুটি
তোকে নিয়েই প্রেমের বিমান
করবো আমি ফ্লাই
লাইফটা এখন সুপারহিট
কলিজায় বাজে….
কলিজায় বাজে রে হার্ট বিট..