আয় সখী কদম তলায়
আয় সখী কদম তলায়
সাজাবো দোহিল ফুলের মালায়
আজ দুলবে রায় শ্যামের ঝুলায়
আমরা নাচবো ঘিরে শ্যাম-রায়
হাসবে চাঁদ আকাশের গায়
সুর ছড়াবে শ্যাম ও রায়
আজ রায়-কিশোরীর সাথে
বাঁধবে ঝুলন রাতে
ঘিরি-ঘিরি নাচবো সকলে
নাচবো ঘিরে ঘিরে..
ঝুলো না ঝুলো না, বাঁধনে ঝুলো না
ঝুলো না ঝুলো না, বাঁধনে ঝুলো না
রায়ের মন মানে না
ও রায় বাঁধা মানে না (২ বার)
কখন আসবে শ্যাম-রায়
চলে কদম-তলায়
শ্যাম বিহনে দোলা লাগে না না না..
ঝুলো না ঝুলো না, বাঁধনে ঝুলো না
ঝুলো না ঝুলো না, বাঁধনে ঝুলো না (২ বার)
এল শ্যাম গোপনে ফিরে
বাঁশি বাজে যমুনা তীরে (২ বার)
সেই সুরে মাতলো ব্রজ-কুল
খুশিতে ভরলো হৃদয়-পুর (২ বার)
ঝুলো না ঝুলো না, বাঁধনে ঝুলো না
ঝুলো না ঝুলো না, বাঁধনে ঝুলো না
আয় সখী আয় কদম তলায়
শ্যাম সনে রায় আজ দুলবে ঝোলায় (২ বার)
রায়ের প্রাণে খুশি ধরে না
নানা না.. হুম হুম.. আ হা..