সবাই চলে যাবে একজনই পারবে না – Imran & Palak Muchhal
সবাই চলে যাবে
একজনই পারবে না,
একজন কেউ থাকুক
যে তোমাকে ছাড়বে না।
মন ভালো নেই
জানি মন তবু হারবে না,
একজন কেউ থাকুক
যে তোমাকে ছাড়বে না..
সবাই চলে যাবে
একজনই পারবে না,
একজন কেউ থাকুক
যে তোমাকে ছাড়বে না।
এক জনই কেউ ভালোবেসে যাবে
থেকে থেকে দুঃখ শুধু পাবে,
করবেনা কেউ হিসেব নিকেশ
কারো ধার ধারবে না।
মন ভালো নেই
জানি মন তবু হারবে না,
একজন কেউ থাকুক
যে তোমাকে ছাড়বে না..
সবাই চলে যাবে
একজনই পারবে না,
একজন কেউ থাকুক
যে তোমাকে ছাড়বে না।
একজন কেউ হৃদয় বুঝে নেবে
সাগর সেচে মুক্ত এনে দেবে,
চাইলেই পাবে, না চাইলেও
নিজের কথা ভাববে না।
মন ভালো নেই
জানি মন তবু হারবে না,
একজন কেউ থাকুক
যে তোমাকে ছাড়বে না।
সবাই চলে যাবে
একজনই পারবে না,
হা.. একজন কেউ থাকুক
যে তোমাকে ছাড়বে না।