প্রিয়ারে প্রিয়ারে প্রিয়ারে – ইমরান
তুই যে আমার সুখের হাসি
আনন্দেরি ধূল
এই জনমের মানে রে তুই
ওই জনমের সম্ভল
তোর কারণে স্বপ্ন ধ্যানে
সকল আরাধনা
তুই উপহার ওই বিধাতার
তুই যে সাধনা
প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে
প্রিয়া রে, পিয়া রে.. পিয়া রে
চোখের তারা তুই যে আমার
খুশির অশ্রু-ধারা..
তোর কারণে প্রেমিক মনে
জান্নাত- জাহান সার (x2)
তুই যে সকল আশা..
অন্তরের পিয়াসা
তুই যে জীবন তুই যে মরণ
তুই ভালোবাসা
প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে
প্রিয়া রে, প্রিয়া রে….
শক্তি তুই মুক্তি তুই
সুখেরি যুক্তি তুই
বাঁচারি যুক্তি তুই প্রিয়া রে..