তোমার কি নাম তোমার নাম কি জানো তুমি
সব ভুলে যাও না,
হাতে তুলে নাও না
তোমার থোড় প্রশ্ন ফেলে দাও
ফেলে দাও, ফেলে দাও
আজ বলে দাও না
যা যা তুমি চাও না
তোমার পর্দার রঙ বেঁচে নাও
বেঁচে নাও, বেঁচে নাও
খুলে দাও দিন রঙের মেজাজ
থেমো না..
নিজের চোখে নিজে আটকে থেকো না হা..
খুব ভালো লাগে গেলো..
সব কিছু এলোমেলো..
তোমার কি নাম তোমার নাম কি জানো তুমি
তোমার কি নাম তোমার নাম কি জানো তুমি (x2)
করার হাতের ছায়ায়
কিসের আনাগোনা
তোমার শরীর ভিজে যায় আবার
আবার নতুন ভাবে তাকাও
আবার আগুন জালাও
কানের কাছে এসে গান শোনাও
শোনাও তোমার এই আধ-ঘুম নেশায়
থাকতে দাও..
নাম না জানা ফুলের গন্ধে
ভাসতে দাও..
খুব ভালো লাগে গেলো..
সব কিছু এলোমেলো..
তোমার কি নাম তোমার নাম কি জানো তুমি
তোমার কি নাম তোমার নাম কি জানো তুমি (x4)
আ.. হা হা…