আপন হয় যে পর চোখ যদি ভুল করে
এই মন করে আশা
ভালো এক বাসা
ভালোবাসা দিয়ে গড়ায়
হো.. তবু মনের খেয়ালে
ভাঙন দেওয়ালে
বারে বারে ভেঙে পড়া
চার দোয়ালের এক ভাঙা ঘর
ঘর সে তো এ মনে নির্ভর
পর যেখানে আপনার হয়
আপন হয় যে পর
চোখ যদি ভুল করে
মন চিনে নেয়
কে আপন.. কে পর..
সংস্করণ ২ :
একটা চাদের নিচে
একটুহে থাকা কিছু মন
আসলেই যে একা বাঁচে
এক নয়ন কারো প্রয়োজন
মেলে না তো চাওয়া পাওয়া
মেলে না তো সুর
যত বেশি কাছে যাওয়া
তত যেনো দূর, বহু দূর
বোঝে না কিছুতে মন
কে যে তার প্রিয়জন