সেই মেয়েটা তুমি আজো দূরে – Tahsan
সুখের গান হয়ে ফিরবে ভেবেছি
প্রেম কুরোনো আনাগোনা সুরে
সব সুর রয় ছন্না ছাড়া
সেই মেয়েটা তুমি আজো দূরে
কত রাত প্রহর হয়েছে এ ভোর
সেই স্মৃতি গুলো বুকে নিয়ে..
কেনো এলে আজ বলো এমন ভাবে ?
যাবে যদি দূরে হারিয়ে হুঁ হুঁ..
সুখের গান হয়ে ফিরবে ভেবেছি
প্রেম কুরোনো আনাগোনা সুরে ইই..
নেই কোনো ওঝা হাত শূন্য ঘরে
দু-চোখের আয়না-তে অন্ধকার
বিদেছে কষ্ট শিকর হয়ে
হারিয়ে মায়া ভালোবাসা
কত রাত প্রহর হয়েছে এ ভোর
সেই স্মৃতি গুলো বুকে নিয়ে..
কেনো এলে আজ বলো এমন ভাবে ?
যাবে যদি দূরে হারিয়ে হুঁ হুঁ..
সুখের গান হয়ে ফিরবে ভেবেছি
প্রেম কুরোনো আনাগোনা সুরে ইই..
আজ ঘুম ভাঙা পৃথিবী
সাক্ষী রবে
জড়িয়ে মায়ার চাদরে..
থাকবো মনের জানালা খুলে
ফিরে এসো এ হৃদয়ে..
কত রাত প্রহর হয়েছে এ ভোর
সেই স্মৃতি গুলো বুকে নিয়ে..
কেনো এলে আজ বলো এমন ভাবে ?
যাবে যদি দূরে হারিয়ে হুঁ হুঁ..
সুখের গান হয়ে ফিরবে ভেবেছি
প্রেম কুরোনো আনাগোনা সুরে ইই..