কত যে খুঁজেছি তোমায় – Balam & Julee
কত যে খুঁজেছি তোমায়
মনেহরি অচিন পাড়ায়
কত যে কেঁদেছি আমি
নীরবে শ্রাবণ ধারায়
কখনো বোঝাতে পারিনি
আমারি মনের আকুলতা
অবশেষে এশেছো কাছে
ভেঙে দিয়ে যতো নিরবতা
ভালোবেসে আজ দুজনে
হয়ে যাবো পথ হারা
যেখানে থাকবে না কেউ
শুধু তুমি আর আমি ছাড়া
কত যে খুঁজেছি তোমায়
মনেহরি অচিন পাড়ায়
কত যে কেঁদেছি আমি
নীরবে শ্রাবণ ধারায়
তোমার চোখে চেয়ে চেয়ে
কাটিয়ে দেবো সারাজীবন
আর কখনো যাবো না ছেড়ে
যদি না আসে মরণ (x2)
কখনো বোঝাতে পারিনি
আমারি মনের আকুলতা
অবশেষে এশেছো কাছে
ভেঙে দিয়ে যতো নিরবতা
ভালোবেসে আজ দুজনে
হয়ে যাবো পথ-হারা
যেখানে থাকবে না কেউ
শুধু তুমি আর আমি ছাড়া
কত যে খুঁজেছি তোমায়
মনেহরি অচিন পাড়ায়
কত যে কেঁদেছি আমি
নীরবে শ্রাবণ ধারায়
কখনো বোঝাতে পারিনি
আমারি মনের আকুলতা
অবশেষে এশেছো কাছে
ভেঙে দিয়ে যতো নিরবতা
ভালোবেসে আজ দুজনে
হয়ে যাবো পথ হারা
যেখানে থাকবে না কেউ
শুধু তুমি আর আমি ছাড়া