উঠ ছুরি তোর বিয়ে হবে – Nakash Aziz & Madhubanti
হলুদ হলো গাল আর কোনে হলো লাল
বিয়ের আঙ্গুর-ফল বল তোক হবে না ঝাল (x2)
সাজলো বাড়ির চাঁদ
বাঁচলো মেয়ের বাপ
মনে মনে দিচ্ছে কোনে
আগুন মাঝে লাফ (x2)
বিয়ের পিরিতে আয় স্বর্গের সিরিতে
আজ কাল পিরিত-কাঁঠাল মিষ্টি লাগে তাই
উঠ ছুরি তোর বিয়ে হবে
ঘুমটা মাথায় দিয়ে হবে
উঠ ছুরি তোর বিয়ে হবে
চাঁদনা তলায় গিয়ে হবে
উঠ ছুরি তোর বিয়ে হবে রে..
বিয়ে হবে রে…. (x2)
হেই সাত পাকে আটকাবে আসলে তাদেঁর জেচোলা
সংসার নামে নিয়ে যার একশো হাজার বাহানা
শান্তি দোয়া আর যে থাক ১৪-আনার খোই
বাদ বাকি আল্লাহ জানে কি হয় আর কি না হয়
বিয়ের পিরিতে আয় স্বর্গের সিরিতে
আজ কাল পিরিত-কাঁঠাল মিষ্টি লাগে তাই
উঠ ছুরি তোর বিয়ে হবে
ঘুমটা মাথায় দিয়ে হবে
উঠ ছুরি তোর বিয়ে হবে
চাঁদনা তলায় গিয়ে হবে
উঠ ছুরি তোর বিয়ে হবে রে..
বিয়ে হবে রে…. (x2)
হলুদ হলো গাল আর কোনে হলো লাল
বিয়ের আঙ্গুর-ফল বল তোক হবে না ঝাল (x2)
ধীরে ধীরে দেখাবে এক মস্ত চিচিংফাক
হা সুযোগ পেলেই ফেলবে পটিয়ে যে নিজের ভাগ
দানা তারা মেলুক যতই পালানো যে মুশকিল
সর্বনাশের মাথায় বাড়ি
আর কাকের বাশায় ঢিল
হেই বিয়ের পিরিতে আয় স্বর্গের সিরিতে
আজ কাল পিরিত কাঁঠাল মিষ্টি লাগে তাই
উঠ ছুরি তোর বিয়ে হবে
ঘুমটা মাথায় দিয়ে হবে
উঠ ছুরি তোর বিয়ে হবে
চাঁদনা তলায় গিয়ে হবে
উঠ ছুরি তোর বিয়ে হবে রে..