ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল – Lemis & Savvy
তোকে দেখে মনের স্পিকার বাজলো ভলিউম ফুল
ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল (x2)
হুর-পরি তুই তোর প্রেমেতে মন হলো মশগুল
ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল
খোদার কসম বলছি তোর টেম্পারে জলছি
হায় খোদার কসম বলছি তোর টেম্পারে জলছি
ফায়ার ব্রিগেড ডাকনা এবার করতে এইমন কুল
তোর কাজল কালো চোখ
তোর ঝুমকো কানের দুল (x2)
ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল
বাংলাদেশ পলাপান তোর প্রেমে মশগুল
ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল
জেল্লা দেখে আমার ফিদা সবাই
রূপের জাদুতে সবাই মন হেরেছে (x2)
যা রে যা রোমিও তুই মুখ দেখে আয়
এই পরী মন দেবেনা খুব সহজে
খোদার কসম বলছি তোর টেম্পারে জলছি
ফায়ার ব্রিগেড ডাকনা এবার করতে এইমন কুল
তোর কাজল কালো চোখ
তোর ঝুমকো কানের দুল (x2)
ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল
বাংলাদেশ পলাপান তোর প্রেমে মশগুল
ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল
মনের ওই রেলগাড়ি তোর ছুটছে জোরে
রেড সিগন্যাল দিচ্ছি আমি যাই থেমে যা (x2)
দেখে যা কি হবো ক্রেজি আমি
সেই হবে এই রানীর মনের রাজা
খোদার কসম বলছি তোর টেম্পারে জলছি
ফায়ার ব্রিগেড ডাকনা এবার করতে এইমন কুল
তোর কাজল কালো চোখ
তোর ঝুমকো কানের দুল (x2)
ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল
বাংলাদেশ পলাপান তোর প্রেমে মশগুল
ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল