আর আসবো কিনা এই গ্রামেতে
আর আসবো কিনা এই গ্রামেতে
আমার এই লোকগীতি শুনাতে
আর আসবো কিনা এই গ্রামেতে
আমার এই লোকগীতি শুনাতে
সাথী রে ভুলো না
মনে রাখবে আমাকে
বন্ধু রে ভুলো না
মনে রাখবে আমাকে (x2)
যদি কোনো ভুল হয়ে থাকে..
ক্ষমা করে দিও গো আমাকে (x2)
শিল্পীর বেদনা কেউ বোঝে কেউ বোঝে না
শিল্পীর যন্ত্রণা কেউ বোঝে কেউ বোঝে না
তবু গান গাই আমি আশ্রয়েতে..
তবু গান গাই আমি আশ্রয়েতে..
সাথী রে ভুলো না
মনে রাখবে আমাকে
বন্ধু রে ভুলো না
মনে রাখবে আমাকে
যতদিন পৃথিবীতে রবো..
হাসি মুখে গান আমি গেয়ে যাবো (x2)
কত ব্যথা দুঃখ নিয়ে
ঘুরি আমি গ্রামে গ্রামে
শত ব্যথা দুঃখ নিয়ে
ঘুরি আমি গ্রামে গ্রামে
একতারে সুর বাঁধি আনন্দেতে
একতারে সুর বাঁধি আনন্দেতে
সাথী রে ভুলো না
মনে রাখবে আমাকে
বন্ধু রে ভুলো না
মনে রাখবে আমাকে
শ্রোতা হয় শিল্পীর ভগবান..
শ্রোতা হয় শিল্পীর সম্মান (x2)
শ্রোতা দের চরণ-ধূলি
নিলাম আমি মাথায় তুলে
শ্রোতা দের চরণ-ধূলি
নিলাম আমি মাথায় তুলে
গঙ্গাধর লিখে গানের ভাষাতে
গঙ্গাধর লিখে গানের ভাষাতে
সাথী রে ভুলো না
মনে রাখবে আমাকে
বন্ধু রে ভুলো না
মনে রাখবে আমাকে
আর আসবো কিনা এই গ্রামেতে
আমার এই লোকগীতি শুনাতে
আর আসবো কিনা এই গ্রামেতে
আমার এই লোকগীতি শুনাতে
সাথী রে ভুলো না
মনে রাখবে আমাকে
বন্ধু রে ভুলো না
মনে রাখবে আমাকে (x2)