বিগ বস বিগ বস হলো শুরু
বিগ বস, বিগ বস
হলো শুরু আজব এক ঘরের কাহিনী
যেখানে সবাই রাজা আর সবাই রানি
ডুবে ডুবে জল খাবে সেয়ানা-সেয়ানি
টেনশন নিলে আর পাবে না তো মানি হা
এক একটা দিন যেনো বছর ঘুরে
সে থেকে আরামে পাপ-পুণ্য বলে
মেজাজ হারালে পাংগা বাড়ালে
হয়ে যাবে যে টোটাল লস
বিগ বস, বিগ বস
করলে ডমিনেশন হবে নমিনেশন
কেউ লড়ে এক কোথাও কম্বিনেশন
সামটাইমস হয় মিছে ফ্যাসিনেশন
বাট নো এডমিশন উইথাউট পারমিশন
এক একটা দিন যেনো বছর ঘুরে
সে থেকে আরামে পাপ পুণ্য বলে
মেজাজ হারালে পাংগা বাড়ালে
হয় যাবে যে টোটাল লস
বিগ বস, বিগ বস
বিগ বস, বিগ বস [x২]