আওয়ারা আওয়ারা দিল

বেশামাল, হয়েছি আজ বেশামাল
তুই তাকালি এমন করে
হো.. এই কদিন, হয়েছে দেখা তোর আমার
দিলি মন-টা কে কেমন করে
তোকে জানাতে জানাতে চাই
আমি বেঁচেছি ভালোবাসা-ই
মনের কোণে, আপন মনে
ঠিকানা বানাতে চাই

আওয়ারা আওয়ারা দিল, আওয়ারা রে..
আওয়ারা আওয়ারা দিল, আওয়ারা রে.. [x২]

জানি, খুব অভিমানি
এই সব কাহিনী মন পাহাড়ে
আছি, তোর কাছে আছি
সেই ভেবে বাঁচি দিন আমাদের

তোকে জানাতে জানাতে চাই
আমি বেঁচেছি ভালোবাসা-ই
মনের কোণে আপন মনে
ঠিকানা বানাতে চাই

আওয়ারা আওয়ারা দিল, আওয়ারা রে..
আওয়ারা আওয়ারা দিল, আওয়ারা রে.. [x২]

আসে, তোর কথা আসে
বন্ধু বাতাসের দোলনা ছড়ে
ভাসে, তোর ছবি ভাসে
আমার অক্ষরের সব-টা জুড়ে
তোকে জানাতে জানাতে চাই
আমি বেঁচেছি ভালোবাসা-ই
মনের কোণে আপন মনে
ঠিকানা বানাতে চাই

আওয়ারা আওয়ারা দিল, আওয়ারা রে..
আওয়ারা আওয়ারা দিল, আওয়ারা রে.. [x২]

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *