আতা গাছে-তে তোতা পাখি বাঁসা বেঁধেছে
আরে মনের ছুরায় লাগলে আগুন
হয় রে চমৎকার
আর জলের ছেঁতায় নেবে না রে..
পিরিতের অঙ্গার ..
আমার আতা গাছে-তে
ও আমার আতা গাছে-তে
তোতা পাখি বাঁসা বেঁধেছে
আমার আতা গাছে-তে
তোতা পাখি বাঁসা বেঁধেছে
আমায় রাত-দুপুরে
প্রেমের সুরে পাগল বানাইছে
রাত-দুপুরে
প্রেমের সুরে পাগল বানাইছে
আমার আতা গাছে-তে
তোতা পাখি বাঁসা বেঁধেছে
ও আমার আতা গাছে-তে
তোতা পাখি বাঁসা বেঁধেছে
হুঁ.. চোলা মটর
আরে চোলা মটর
চোলা মটর দিলে তোতা
চায়না চিবাতে
চিকেন-মাটন ঠোকরাতে চায়
লাল ঠোঁটে-তে [x২]
ও সে রাত-বিরেতে…
সে রাত-বিরাতে রঙ করে
আমায় জ্বালাইছে [x২]
আমার আতা গাছে-তে
তোতা পাখি বাঁসা বেঁধেছে
হো আমার আতা গাছে-তে
তোতা পাখি বাঁসা বেঁধেছে হাই
হুঁ.. দুষ্টু তোতা
আরে দুষ্টু তোতা
দুষ্টু তোতা মুখের মিষ্টি
মিষ্টি বলিতে
আমায় শুধু ঘরায় প্রেমের
ওলি-গলি তে [x২]
রাতে ঘুম আসে না..
রাতে ঘুম আসে না
ওই শেয়ানা আমায় জাগাইছে
ঘুম আসে না ওই শেয়ানা
আমায় জাগাইছে
আমার আতা গাছে-তে
তোতা পাখি বাঁসা বেঁধেছে
হো আমার আতা গাছে-তে
তোতা পাখি বাঁসা বেঁধেছে হাই