ছোট্ট একটা কামরা পা পা সা রে গা গা
ছোট্ট একটা কামরা
পা পা সা রে গা গা
সস্তা কিন্তু দুজনে মিলে
সাজিয়ে নেবো আমরা
থাকতে পারি অল্প ভাড়ায়
ঘুপচি মত চলি
আ আরোজ দু-বেলা চান সারবো
টাইম কোলের জলে
( এক সঙ্গে কিন্তু.. হুঁ.. )
তখন আমরা ভোরেই উঠি
ভাগ করে খাই ডিম-পাউরুটি [x২]
শাহরুখ খানের বই দেখতে যাই
সকাল বেলার হালে
( হেসো না দেখো )
মুম্বাইতে সুইজারল্যান্ড বানিয়ে নেবো আমরা
ছোট্ট একটা কামরা
পা পা সা রে গা গা
সস্তা কিন্তু দুজনে মিলে
সাজিয়ে নেবো আমরা
আচ্ছা একটু একটু রান্না করতে পারি
খারাপ লাগবে খেতে ?
লাঞ্চ যদি হয় নুডলস-সে
আর ডিনার ওমলেটে
ফাটিয়ে ফাটিয়ে হবে
এখনি জিভে আসছে জল
লোড শেডিং-এ ডিনার হবে
মোমবাতি ঝলমল
আরব সাগর ডাকছে আমায়
প্যাকিং করি চলো
আমরা দুজন ঠিক কোথাও
জমিয়ে নেব বলো
কমিয়ে দেবো খরচ
শুধু মেজাজ থাকবে রাজারা
সারাদিনের রেওয়াজ ছেড়ে
সন্ধ্যে বেলা বাজার
উঁচে পড়া, দুটি হৃদয়
ঘুপচি মত চল
( তখন তো আর চল নয় )
ছোট্ট একটা কামরা
পা পা সা রে গা গা রা রা রা
মনের মত সাজিয়ে নেবো
গানের মত বাজিয়ে নেবো
ছোট্ট একটা কামরা
ছোট্ট একটা কামরা
পা পা সা রে গা গা
সাজিয়ে নেবো আমরা
পা পা রে মা পা গা মা পা
সা নি ধা পা..
তা তা রা রা….
ছোট্ট একটা কামরা
সাজিয়ে নেবো আমরা