লেলনের মৃত্যু – রূপম ইসলাম

জন লেননের পাঁজরে দাড়িয়ে আছি
তার খটস্থানে পা তুলে দিয়ে সোঁতান
দু-জন আমায় ঘাতক উপাধি দিলো
নীরব ক্রোধের মহার্ঘ অভিমান
দু-জন দেখেনি ঘাতক রিভলবার
ওদের মতই আমিও নবজাতক
এই অভিমান-ই বয়ে আনা উপহার
ঘাতকের খোঁজে ওদের ক্রোধ ছটক

মার্ক চ্যাপম্যানও এভাবে দাড়িয়ে ছিল
ওভারকোটে আগরশি প্রেম কে লুকিয়ে
অটোগ্রাফের মরণ অনুরোধ নিয়ে
ব্যাং ব্যাং নেমেছিল পূর্ণচ্ছেদ

কালো চোশমায় ঘাতকের ইতিহাস
অবসেশনের চঞ্চল নারী মাপে
দাড়িয়ে আজকে গায়কের শেষ ধাপে
কালো জামাতেও আমি কিন্তু শাফেদ

আমার শায়রি অথবা থিওরি আজ
লেননের মৃত্যু ফুটপাথে ফেলে দিয়ে
ঝাট দেই আমি রক্তের লাল আভা
পথ খুঁজে নেই মানচিত্র বিছিয়ে

গট গট ঢুকে স্ট্রবেরি ফিল্ডে যাই
ম্লান মনে কখনো হয়তো লেনন
আনমনে বেঁচে নেন এই রাস্তাটাই
বেঁচে বসে বসে হাসেন কিছুক্ষণ

চোখে খেলা করে ভক্তদের গিটার
ইমাজিন পোতে এরা হাতেই চান
কাঠের বেঁচে আমরা দুজনে গাই
আরো একবার বার্থো প্রেমের গান

লেননের মত আমিও কুড়িয়ে পাই
কাঠের বেঁচে কত সময়ের গান

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *