আছে বাড়ির কাছে আরশিনগর

ধরি ধরি মনে করি
ধরা দেয় না মরে একজন
পার্শি বসত করে
আছে বাড়ির কাছে আরশিনগর
পার্শি বসত করে..
আমি একদিনও না…. দেখলাম তারে
কি বলব পার্শির কথা
হস্ত-পদ স্কন্ধ মাথা নাইরে..
সে তো খনেক থাকে শুননের উপর
খনেক ভাসে নীরে.. একজন
পার্শি বসত করে
আছে বাড়ির কাছে আরশিনগর
পার্শি বসত করে..

সেই পার্শি যদি আমায়…. ছুঁতো
তবে যম যাতনা দূরে যেত একেবারে
তাই সিরাজ লালন একসাথে রয়
লক্ষ যোজন দূরে – একজন
পার্শি বসত করে
আমি একদিনও না…. দেখলাম তারে

আছে বাড়ির কাছে আরশি নগর
পার্শি বসত করে
আমি একদিনও না…. দেখলাম তারে

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *