স্বপ্ন চাড়িনি -বহু দেখা স্বপ্ন রঙে
নিশুতি রাতে আড়ালে
যখন তুমি খুব কাছে
এঁকে দিয়ে আজ তোমায়
বহু দেখা স্বপ্ন রঙে
তুমি ছুঁয়ে দিলে মন
আমার ভুবন
তুমি স্বপ্ন চারিণী
কাটে না যে রাত তুমি বিহীন
তোমার স্পর্শে নিশিদিন
হৃদয়েরি নীল বেদনায়
ভালোবাসার তীব্র বহন
তুমি আমি একি মোহনায়
তুমি-হীনা সবি মরণ [x২]
অসহায় আর্তনাদ
তাদের আকাশে ভেসে যায়
হঠাৎ করে চেনা শখ
প্রিয় নামে আমায় ডেকে যায়
সে শোরে শোরে মন তোমার আশায়
আমায় কোথায় নিয়ে যায়
হিমেল বাতাস তোমার কানে
মাতাল স্বপ্ন গুনে যায়
হৃদয়েরি নীল বেদনায়
ভালোবাসার তীব্র বহন
তুমি আমি একি মোহনায়
তুমি-হীনা সবি মরণ [x২]
নিশুতি রাতে আড়ালে..