দেখতে বউ বউ কিন্তু মস্ত ভৌ ভৌ
দেখতে বউ বউ
কিন্তু মস্ত ভৌ ভৌ
বেশ জুতে গেছে কপালে
দেখতে বউ বউ
কিন্তু মস্ত ঘৌ ঘৌ
ফেলে গেছি আমি ওকালে
নিজেকে সে ভাবে ভিক্টোরিয়া
পাড়া যায় বলো কি করি আর
ধরলাম একটি রোরি-রিয়া
বিয়ের পরে এ আজব হেলে
দেখতে বর বর
কিন্তু অস্ত বর্বর
একটা জুতে গেছে কপালে
দেখতে হ্যান্ডসাম কিন্তু ফেলোরাম
ফেলে গেছি আমি ওকালে
কদিনে ফেলেছি গর্ত করে
কদিনে গিয়েছি জলে পড়ে
গেলো না.. আর এই জীবনে
আমায় ছেড়ে এ আজব হেলে
দুম দুম দুম দো দো মা
বুঝেনা আমাকে বুঝে না
কেঁদে বাঁচি ছেড়ে দে মা
শোনে না সে কথা শোনে না
নিজেকে সে ভাবে ভিক্টোরিয়া
পাড়া যায় বলো কি করি আর
ধরলাম একটি রোরি-রিয়া
বিয়ের পরে এ আজব ফেরে