নিশ্বাস ফিরে পাই তোমার কথা ভেবে
নিশ্বাস
ফিরে পাই
তোমার
কথা ভেবে
বিশ্বাস
মনে তাই
তুমি
আমার হবে [x২]
ও..
বলো না
কোথায়
যে তোমার ঠিকানা
হারিয়ে
যাই দুজনা,
সাথে
চলো না..
বিশ্বাস
মনে তাই
তুমি
আমার হবে
=
সঙ্গীত=
আমায়
আমি পড় করেছি
তোমায়
পেয়ে তাই
তোমার
মাঝে ভর করেছি
আপন
কেহো নাই
তোমার
মাঝে খুঁজে পাওয়া
চেনাক
কোনো সুর
সেই
সুরেতে তাল মেলাবো
যাবো
বহু দূর..
ও..
বলো না
কোথায়
যে তোমার ঠিকানা
হারিয়ে
যাই দুজনা,
সাথে
চলো না..
বিশ্বাস
মনে তাই
তুমি
আমার হবে
=
সঙ্গীত=
চিনতে
তোমায় বড় দেরি
করে
ফেলেছি
কিন্তু
তোমায় মনের দামে
তাই
চেয়েছি
তোমার
মাঝে খুঁজে পাওয়া
চেনাক
কোনো সুর
সেই
সুরেতে তাল মেলাবো
যাবো
বহু দূর..
ও..
বলো না