ময়না ছলাত ছলাত
হা.. দুপুর বেলা পুকুর ঘাটে
শেওলা জমেছে
পিছলে গিয়ে ফুল বাবু তার
কোমর ভেঙেছে
কল্পনা পরের শরিতে চোরকাটা বিঁধেছে
তোইতুম্বুর রসের হাড়ি পিপড়ে ধরেছে
ময়নামতির রূপের জলে
মৌমাছি ফুল ফেলেছে
পুঁচকি করে মুচকি হেসেছে
ময়না ছলাত ছলাত
ময়না চলাত ছলাত
ময়না চলাত চলাত করে যে
আজ কাছেই এসেছে [x২]
এই রাত ফসকে গেলে ফিরে পাবে না
যৌবন আটকে থাকে না
যাবি যে জ্বলে
পাঁচ কান হলে
নজরে নজর লাগে না
ময়নামতির রূপের জলে
মৌমাছি ফুল ফেলেছে
পুঁচকি করে মুচকি হেসেছে
ময়না ছলাত ছলাত
ময়না চলাত ছলাত
ময়না চলাত চলাত করে যে
আজ কাছেই এসেছে [x২]
আ হা.. মুচু মুচু মুশকুরাহাত
তোর পুখুরেতে
সাচ মুচ কা দিল ইয়ে মেহফিল
যত রাত বাড়ে
নেশ-তাও ছড়ে
ঘরে মন টিকতে পারে না..
ময়নামতির রূপের জলে
মৌমাছি ফুল ফেলেছে
পুঁচকি করে মুচকি হেসেছে
ময়না ছলাত ছলাত
ময়না চলাত ছলাত
ময়না চলাত চলাত করে যে
আজ কাছেই এসেছে [x৩]