মনেরই মাঝে যেন নাচে কারা কেউ
মনেরই মাঝে যেন নাচে কারা কেউ
দূরের নদী পারে আঁচড়ে পড়ে দেউ
এই জেলখানা জুড়ে লাগানো ক্যানভাসে
ছবিটা অর্ধখানা শুনে চেয়ে আছে
ডায়েরিতে সাদা পাতা
কোনো কিছু কেন লেখা নেই..
ঘুমের এক নকশি কথা ঢেকে দেবে যেন
তোমাকেই, তোমাকেই, তোমাকেই..উহু..
দিনটা এই সব ভেঙেছে আরমোড়া
ভোরের মিঠে হাওয়া একলা সাথী ছাড়া
একটা দুটো করে জমছে ঝরা পাতা
গলিতে ফুটপাথে অচেনা কলকাতা
কোনো কোনো মানুষের
চোখে বাধা পথে চলা নেই
উঁ.. জীবনেরি টানা পড়েন এগুতে দেবে না
কিছুতেই, কিছুতেই, কিছুতেই..উহু..
ভাঙা আয়না মুখ মুখ ছেড়া ছেড়া
বোবা চেতনা সব ছাড়া ছাড়া [x২]
ফেরার যে রাস্তা খুলা নেই
মনেরি মাঝে যেন নাচে কারা কেউ
দূরের নদী পারে আঁচড়ে পড়ে দেউ
এই জেলখানা জুড়ে লাগানো ক্যানভাসে
ছবিটা অর্ধখানা শুনে চেয়ে আছে”