পথ জানা নেই পথে দিলাম পাড়ি
দিন কি বা রাত ছোটার আকুল নেশা
ঝড় জলে মেটে-না পিপাসা
তোর খোঁজে মন ঘোর অন্ধারে
জীবন কি জোড়াবে শিখরে..
পথ জানা নেই
পথে দিলাম পাড়ি
পথ ঠিকানা পথে আমার বাড়ি
পথ জানা নেই
পথে দিলাম পাড়ি.. ও হো.. [x২]
তোমাদের বানানো শহর এখানে
বৃত্তের বড়ই আদর জানি
বিশ্বাস ভাঙবে আবার কেনো
স্বপ্ন তবু করে ভয়
এই পথ জানা নেই
পথে দিলাম পাড়ি
পথ ঠিকানা পথে আমার বাড়ি
পথ জানা নেই
পথে দিলাম পাড়ি.. ও হো..
জীবন-ভর আশা নিরাশায় কিছু
না জেনে বাড়িয়েছি পা জানি
বেড়ে চলেছে সংশয়
এই পথ…
তবু- স্বপ্ন দেখা
এই পথ জানা নেই
পথে দিলাম পাড়ি
পথ ঠিকানা পথে আমার বাড়ি
পথ জানা নেই
পথে দিলাম পাড়ি.. ও হো..