আমারই দেশ – Anupam Roy – Crossroads

যে আলো আমায় দিলো চোখ
যে মাটি আমায় দিলো ঠাঁই
যে সকাল টিয়া-পাখি রোদ
সে জীবন আসলে একটাই [x২]
সে জীবন একসাথে আজ বাঁচি
অবদ্ধ মানচিত্রের কাছা কাছি
অষ্টিত্ত নাগরিক কংক্রিট-এ
কাঁটা তার হীন ভালোবাসা এক চিতে

আমারই দেশ সি/ও আলোর ঠিকানা [x৪]
আমারি দেশ… আমারই দেশ..

যে আমায় ফিরে ফিরে চায়
যার স্পর্শ ছাড়া অসহায়
মন-উচাটন হলে দূর
এই হাওয়ায় তার কৌরুষের সুর
যে প্রেমে হয় না অসুবিধে
তার সূর্য দিয়ে যায় বন্দিশেইন
মন্দির থেকে বেকে মসজিদে
আরতি নামাজে যায় মিশে

আমারই দেশ সি/ও আলোর ঠিকানা [x৪]
আমারই দেশ… আমারই দেশ..

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *