তুই বললে – অর্নব
কখনো জানতে চাসনি
তোকে কত খুঁজেছি যে কিভাবে,
কখনো ডুবুরীর বেশে,
রাঙামাটি পথ শেষে কত কিভাবে।
কখনো বুঝতে চাসনি
আমি বলতে চেয়েছি যেভাবে,
তোর নরম হাতের বোনা
শীতের চাদরে ঘুম’কাতুরে।
তুই বললে, কথা শীতের রোদহীন দুপুর
রোদ জোছনায় মেখে রুপো হয়ে যেতো,
হয়ে যেতো,
তুই বললে, কথা অমাবস্যার রাতও
আকাশের কালো চিরে আলো জ্বেলে দিতো,
জ্বেলে দিতো।
তুই বললে, তুই বললে, তুই বললে..
আজ হতে অনেক শীত বসন্ত আগে
আমার সব মন খারাপের রাতে।
আজ হতে অনেক শীত বসন্ত আগে
আমার সব মন খারাপের রাতে,
রাত জোনাকির মিষ্টি গানে
ঘুম পাড়াতিস আমায় এনে
ঘুম ভাঙাতিস আমার কানে
প্রজাপতির কলতানে।
হাত বাড়াতিস আজ হতে অনেক আগে..
কখনো দেখতে চাসনি
আমি দেখতে চেয়েছি কিভাবে
যেভাবে গাছের ফাঁকের কোন চাঁদের আলোয়
পথ দেখাবে।
কখনো শুনতে চাসনি
তোকে বলতে চেয়েছি যেভাবে
বলেছি তোর কানে, কিন্তু গোপনে,
ভোরের আজানে।
তুই বললে, কথা সেদিন চৈত্রমাসও
অকালে বসন্তের ফুলে ভরে যেতো,
ভরে যেতো,
তুই বললে, কথা শিউলি ফুলের কুড়ি
ভোরের বদলে বিকেলে তারা ফুটে যেতো,
ফুটে যেতো।
তুই বললে, কথা শীতের রোদহীন দুপুর
রোদ জোছনায় মেখে রুপো হয়ে যেতো,
হয়ে যেতো,
তুই বললে, কথা অমাবস্যার রাতও
আকাশের কালো চিরে আলো জ্বেলে দিতো,
জ্বেলে দিতো।
তুই বললে, তুই বললে, তুই বললে..